বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ চিন্তা করে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে ভারতের থেকে বেশি কোনো দেশ ভালোবাসে না এবং এটি ভারতের ডিএনএতে রয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জয়শঙ্কর জানান, ‘আমি মনে করি, ওই বৈঠকে (বিমস্টেক সম্মেলন) যে বার্তাটি দেয়া হয়েছে, তা হলো- ঐতিহাসিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বিশেষ। এটি মূলত দুই দেশের মানুষের মধ্যে সংযোগ। অন্য কোনো দেশ আমাদের মতো বাংলাদেশের মঙ্গল চাইতে পারে না। এটি একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন সহায়ক ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, তারা (বাংলাদেশ) সঠিক পথে এগিয়ে যাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে।’
মোদী-ইউনূসের বৈঠকের প্রসঙ্গ তুলে জয়শঙ্কর জানান, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত তার উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কী বলেছেন, সেই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘সেখানে মৌলবাদী কর্মকাণ্ডের প্রচেষ্টা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এছাড়া সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমরা চিন্তিত। আমি মনে করি, আমরা স্পষ্টভাবে আমাদের উদ্বেগগুলো প্রকাশ করেছি।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্য যেকোনো দেশে বিদ্যমান, এবং সেখানে নির্বাচন একটি প্রয়োজনীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হয় এবং তা পুনর্নবীকৃত হয়। আমরা আশা করি, বাংলাদেশও সেই পথেই চলবে।’
বাংলাদেশে একটি সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে মোদী যে গুরুত্ব দিয়েছেন, সে বিষয়টিও তুলে ধরেন জয়শঙ্কর।
প্রকাশিত: | By Symul Kabir Pranta