ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের
মিয়ানমারে গৃহযুদ্ধে বিধ্বস্ত এলাকার পর, ভয়াবহ ভূমিকম্পের পর দুই সপ্তাহের জন্য আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা নিশ্চিত করতে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়।
মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, বুধবার (২ এপ্রিল) এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।
রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি থেকে জানানো হয় যে, সামরিক বাহিনীর হাইকমান্ড ঘোষণা করেছে, এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত থাকবে এবং গত শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এপি অনুসারে, সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা যুদ্ধবিরতির ঘোষণার পর জান্তা সরকারের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী জানায়, এসব গোষ্ঠীকে রাষ্ট্রের বিরুদ্ধে আবারো আক্রমণ বা সংগঠিত হতে নিষেধ করা হয়েছে, অন্যথায় সেনাবাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।
গত শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে। এরপর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় ভবন ধ্বসে পড়ে, সেতু ভেঙে যায়, রাস্তাঘাট ধ্বংস হয় এবং বাঁধ ভেঙে যাওয়ায় অনেক মানুষ চাপা পড়ে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta