ব্যাংককে খলিল ও ডোভালের আলোচনা
বঙ্গোপসাগর অঞ্চলে বহুমুখী, কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য আয়োজিত বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান এক টেবিলে বসেন।
এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, যা সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের জন্য ছিল।
অজিত ডোভালের সঙ্গে সেখানে আলাপচারিতায় মেতে ওঠেন ড. খলিলুর রহমান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সময় উভয়ে তাদের মতামত এবং চিন্তা বিনিময় করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta