'সব কিছু প্রস্তুত রাখো, না হলে শাস্তি পাবি'
‘আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু প্রস্তুত রাখো, না হলে শাস্তি পাবি’ এই ধরনের চিঠি লিখে ডাকাতি করার উদ্দেশ্যে গত ২৫ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আ. রউফ ভূইয়াসহ দুইটি বাড়িতে অজ্ঞাত ডাকাতদল চিঠি পাঠিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আবারও মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে ‘আমরা আসবো, সব কিছু প্রস্তুত রাখো, না হলে শাস্তি পাবি’ এই কথাটি লিখে বাড়ির দেয়ালে সেঁটে রেখে যায়।
এই দৃশ্য দেখার পর সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আ. রউফ বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানিয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমানকে অবগত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ২৫ মার্চ অজ্ঞাত ডাকাতরা তাঁর বাড়িতে ও দলিল লিখক আ. রউফের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে চিঠি রেখে যায়।
এর পর ১লা এপ্রিল গভীর রাতে তাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে ‘আমরা আসবো, সব কিছু প্রস্তুত রাখো, না হলে শাস্তি পাবি, তোদের কাছের মানুষ’ লেখা চিঠি রেখে যায়। এই ঘটনায় তারা পরিবারসহ আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরও জানান, তাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে একটি মামলা চলমান রয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতির হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta