রামুতে ঈদ উপলক্ষে আসা ইঞ্জিনিয়ারের ওপর নৃশংস হামলা
ঈদের নামাজ শেষে বাড়ি ফিরতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন (৪০) উপর ভূমিদস্যু চক্র ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে এক নারীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনা ৩ এপ্রিল, ঈদের দিন সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ায় ঘটে। পরে, জসিম রামু থানায় একটি মামলা দায়ের করেন।
আহত জসিম চাকমারকুল ইউনিয়নের কোনারপাড়া এলাকার মমতাজ আহমদের ছেলে। তিনি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চট্টগ্রাম শাখায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী জসিম অভিযোগ করেন, ভূমি দখলের উদ্দেশ্যে এলাকার এক দুষ্কৃতিকারী চক্র ও সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।
জসিমের পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, চাকরির কারণে তারা চট্টগ্রামে বসবাস করছিলেন এবং তাদের গ্রামের বাড়িটি পরিত্যক্ত ছিল। এ সুযোগে এক দুষ্কৃতিকারী চক্র বেআইনিভাবে বাড়িটি দখল করার চেষ্টা করছিল। পরিস্থিতি বুঝে জসিম ও তার পরিবার কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে ফিরে আসেন।
তবে, সন্ত্রাসী চক্রটি জসিম ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এই কারণে জসিম কক্সবাজার আদালতের সাহায্য নিয়ে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সেখানে নিষেধাজ্ঞা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী চক্রটি সশস্ত্র অবস্থায় আরো বেপরোয়া হয়ে উঠেছিল।
ঈদের দিন, নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী হাবিব উল্লাহ ও তার সহযোগী ১০-১২ জন সন্ত্রাসী লোহার রড, ছুরি এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জসিম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসা সাজেদা আক্তার নামক নারীও আক্রান্ত হন।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মুমূর্ষু অবস্থায় জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ হামলার ঘটনায় এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবী করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta