দীঘিনালা বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সাহায্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর নূর ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গত ২৫ মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজারে হঠাৎ আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০টি দোকান পুড়ে যায় এবং ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হয়েছে।
তদন্তের সময় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে দেখা যায়, রাত ১টা ৩৭ মিনিট থেকে ১টা ৪২ মিনিটের মধ্যে এক ব্যক্তি সন্দেহজনকভাবে বাজারের আশপাশে ঘোরাঘুরি করে এবং কিছু সময় পর ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাধন ঘোষ বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা থানায় একটি মামলা করেন। মামলায় বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ওসি মো. জাকারিয়া বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অসংলগ্ন কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আদালতে তার ৫ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করব, যাতে ঘটনার মূল কারণ উদ্ঘাটন করা যায়।"
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta