নির্বাচন না করলে ৩টি সিট পাবেন না, কিন্তু ৩০০ সিটের ক্ষমতা দেখাচ্ছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, একা নির্বাচন করলেই তিনটি সিটও পাবেন না, কিন্তু ৩০০ সিটের ক্ষমতা দেখাচ্ছে। প্রশাসন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। জনগণের সমর্থন নেই। তাদের কথা শুনে ইউএনও এবং ডিসি চলে। প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে।
এ কথা তিনি বলেন গত বুধবার (২ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায়।
ফজলুর রহমান জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বাপের বেটা হলে নির্বাচনে আসো। নির্বাচন হলে দেখা যাবে, বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়। তখন বোঝা যাবে। মুক্তিযুদ্ধের চেতনা এই দেশে চিরকাল থাকবে এবং আমরা তা রক্ষা করবো।
এর আগে ঈদ পরবর্তী এক পথসভায় তিনি বলেন, রাজাকারের হাতে এই দেশ আমরা ছাড়বো না। আপনারা যদি মনে করেন, রাজাকারের সন্তানেরা এই দেশ শাসন করবে, তাহলে ভুল করছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাবো, এই দেশ মুক্তিযোদ্ধাদের। আমার ভাইয়ের সন্তানের যন্ত্রণায় জীবিত থাকতে পারি না, আবার সৎভাইয়ের সন্তানেরা এসেছে। এরা কারা? যারা মুক্তিযুদ্ধের সময় দালালি করতো, রাজাকার-আলবদর ছিল। তৌহিদি জনতা কেন আমার পোস্টারে জুতা মারে? মারুক, মারুক, আমার কপালেও মারুক। কারণ এই দেশ স্বাধীন হয়েছে তাদের মাফ করেই তো বেঁচে আছেন।
পথসভায় ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রীম কোর্টের আইনজীবী এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম (জুয়েল) এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta