দীর্ঘ সময় পর চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা ঈদ উদযাপন করলেন নির্ভয়ে
প্রায় ১৭ বছর পর চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা ঈদ উৎসবে পরিবার ও পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন। অতীতের বছরগুলোতে পুলিশি হয়রানি, গ্রেপ্তার আতঙ্ক কিংবা রাজনৈতিক মামলার কারণে অনেকেই ঈদ কারাগারে অথবা আত্মগোপনে কাটিয়েছেন। তবে এবার তারা ভয়মুক্ত হয়ে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ২৮ মার্চ থেকে চট্টগ্রামে অবস্থান করছেন। ঈদের নামাজ শেষে তিনি কাট্টলি নিজ বাড়িতে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ঈদের দিন গ্রামের বাড়ি চন্দনাইশে মেজবান আয়োজন করেন এবং পরদিন নগরীর সরণিকা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের জন্য মেজবানের আয়োজন করেন।
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল হাটহাজারী চট্টেশ্বরীর বাসায় নেতাকর্মীদের আপ্যায়ন করেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম বাকলিয়ায় নিজ বাড়িতে, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চান্দগাঁওয়ের বাসায় নেতাকর্মীদের জন্য মেজবানের আয়োজন করেন।
চট্টগ্রাম নগরের বাইরের উপজেলাগুলোর মধ্যে রাউজান, ফটিকছড়ি, মীরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঈদের আনন্দে অংশ নেন এবং বিভিন্ন আয়োজন করে দলীয় নেতাকর্মী ও এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘গত ১৫ বছর ধরে আমাদের ঈদ শান্তিতে কাটেনি, এবার পরিবারের সঙ্গে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরে এটি এক নতুন অনুভূতি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta