নির্বাচন দ্বারা সরকার প্রতিষ্ঠা করলে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : নবীউল্লাহ নবী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজন দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশব্যাপী পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
বুধবার পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ীতে দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘ফ্যাসিবাদীরা দেশের বাইরে পালিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করার এ চক্রান্ত প্রতিরোধ করতে হবে। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বাদল সর্দার, জামসেদুল আলম শ্যামল, এহতেশাম উদ্দিন নকীব, সেলিম রেজা, মো. আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলমসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta