অনেক চক্রান্ত পেরিয়ে, এখন আমরা স্বাধীন: রুমন
বিএনপি মিডিয়া সেলের সদস্য ও “আমরা বিএনপি পরিবার”র আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতে না পারলেও এখন সুযোগ পেলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি এই মন্তব্য করেন তার নিজ জন্মস্থান বগুড়ার গাবতলি উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে।
তিনি আরও বলেন, এই গ্রাম ও এখানকার মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে সব প্রতিকূলতা অতিক্রম করেও এই বিদ্যালয় আজ পুরো বগুড়ায় একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। এটি বহু পরিবারের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে।
গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পদ্মপাড়ায় উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
'শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা' এই স্লোগানে বগুড়ার গাবতলিতে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ১১টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির পর পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এজিইডি'র নির্বাহী প্রকৌশলী আহসান কবির শাহিন।
“আমরা বিএনপি পরিবার” এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মাহবুব রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
অনুষ্ঠানের আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র শওকত আলী প্রামাণিকের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ্ব জালাল উদ্দীন, সোন্দাবাড়ি আজাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী খন্দকার, গাবতি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মহন, বগুড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এএইচএম নুরুল আনোয়ার এবং কৃষি ব্যাংকের ম্যানেজার জোহা খন্দকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমবিএ'র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, মহিলা ক্রিকেট দলের সদস্য শারমিন সুলতানা, মাকসুদুল আলম মাসুম, মফিজুল আলম সৈকত এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta