ঈদের পরদিনও অনেকেই রাজধানী ছাড়ছেন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি সবার সাথে ভাগাভাগি করতে মানুষের হৃদয়ের টানে বাড়ি ফিরতে চায় সবাই। তবে টিকিট না পাওয়ায় অনেকেরই আশা ভঙ্গ হয়। ঈদের আগের দিন প্রিয়জনদের কাছে যাওয়া সম্ভব না হলেও, ঈদের পরবর্তী দিনগুলোতে বাড়ি ফেরার সুযোগ পান তারা। আজ, সেই অনুযায়ী, অনেকেই রাজধানী ছেড়ে যাচ্ছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।
স্থানীয়ভাবে দেখা গেছে, কেউ একা আবার কেউ পরিবার নিয়ে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে আসছেন। বেশিরভাগ যাত্রীর গন্তব্য ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকা শহরের আশপাশের এলাকাগুলো। তবে এবারের যাত্রায় অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ শোনা যায়নি। বরং অন্যবারের তুলনায় এবারের 'বাড়ি ফেরা' বেশ আরামদায়ক বলে মন্তব্য করেছেন যাত্রীরা।
কাউন্টার মালিকরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে ঈদের পরদিনেও যাত্রীরা বাড়ি ফিরছেন এবং বাসে কিছুটা চাপ রয়েছে।
মহাখালী বাস টার্মিনাল ছাড়াও কমলাপুর রেলস্টেশনে একই দৃশ্য দেখা গেছে।
ভোর থেকেই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে কমলাপুর রেলস্টেশনে আসছেন। আন্তঃনগর ট্রেনগুলোতে চাপ কিছুটা থাকলেও, কমিউটার ট্রেনের টিকিটের জন্য অনেকটাই উপচে পড়া ভিড় দেখা গেছে।
এছাড়া, টিকিট না পেয়ে অনেক যাত্রী আন্তঃনগর ট্রেনে চড়তে বাধ্য হচ্ছেন, ফলে যাত্রীদের চাপ আরও বেড়ে যাচ্ছে।
তাদের অভিযোগ, ঈদের পরেও কেন ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন তুলছেন তারা।
এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের পরদিন ট্রেনের শিডিউল কিছুটা সীমিত ছিল। ফলে, যাত্রীদের জন্য পর্যাপ্ত টিকিট সরবরাহ করা সম্ভব হয়নি। শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে, এরপর আর কোনো সমস্যা হবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta