সাতক্ষীরায় মদপানে দুই যুবক নিহত, ৯ জন অসুস্থ
সাতক্ষীরার আশাশুনিতে মদপানের কারণে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা মারাত্মক বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতরা হলেন- আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০) এবং সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।
এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ মোট নয়জন। এদের মধ্যে ফারুক হোসেন ও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেতুলিয়া শশ্মানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ ১১ জন মদপান করেছিলেন। এরপর তারা বাড়ি ফিরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। অন্যান্য ৯ জনও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ নিশ্চিত করেছেন যে, অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর অন্য কোনো কারণ জানা যাবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta