সিলেটে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ১৫
সিলেটে বিএনপি ও যুবদলের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজর টিলা বাজারে এই ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এটি জানা যায় যে, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং যুবদল কর্মী কবীরের মধ্যে আধিপত্য নিয়ে মেজর টিলা বাজারে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষ বুধবার বিষয়টি মীমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta