ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ হিউম্যানিটি ক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ হিউম্যানিটি ক্লাবের সভাপতি মো. সুহেল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এস এম এ ফয়সলের সঞ্চালনায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আলম রাসেল, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল বারী, এবং গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল হাসান আতাহার, বিএনপি নেতা নজির আহমেদ, শ্রমিক নেতা মো. জসিম উদ্দিন, মাওলানা মো. হারুন অর রশীদ, প্রভাষক মো. শাহীনুল ইসলাম, মানিক উল্লাহ, ইমরান হোসেন, আমার সুনামগঞ্জের নির্বাহী সম্পাদক মো. মিজানুর রহমান, ইসমাঈল হোসেন খন্দকার, আবু সালেহ মুসা, সাংবাদিক আব্দুল হালিম, ছাত্রনেতা ইকরামুল হক মাজেদ, আলী হায়দার প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta