আ.লীগের সম্পদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিচ্ছে অনেকেই: ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, যদি আওয়ামী লীগের মতো একটি ত্রাসের পরিবেশ তৈরি করতে হয়, তবে কাউকে ছাড় দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি বা আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে তাকে আমাদের জানাতে হবে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেব।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যদিও আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা অনেকেই দিচ্ছে। যদি কেউ সংগঠন বিরোধী কার্যক্রমে অংশ নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন সতর্কতা প্রদান করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে। কিন্তু বিএনপি দেশের জনগণের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন প্রমুখ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরব আলী, যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোরসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিগত আওয়ামী সরকারের জুলুম নির্যাতন উল্লেখ করে সকলকে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta