ফাহমিদুল নিয়ে মন্তব্যে ক্ষমা প্রার্থনা করলেন সাবেক ফুটবলার আলফাজ
ফাহমিদুল এখনও জাতীয় দলের জন্য উপযুক্ত নয়—এমন মন্তব্য করেছিলেন ইতালি প্রবাসী সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। তার এই মন্তব্য সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। পরে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আলফাজ আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
স্ট্যাটাসে আলফাজ লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী। আমি আপনাদের সবাই থেকে ক্ষমা চাই। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে দেশীয় ফুটবল সম্পর্কিত কিছু মতামত দিয়েছিলাম। আমাদের স্বাধীন দেশে প্রত্যেকের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তাই আপনারা আপনার মত প্রকাশ করেছেন এবং আমি তা সম্মান করি। আমার বক্তব্য সবাই গ্রহণযোগ্য হবে, এমন প্রত্যাশা আমি করি না।’
তিনি আরও বলেন, ‘আমার কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমার ব্যক্তিগত মতামতের কারণে জাতীয় ফুটবল ফেডারেশন কোন সিদ্ধান্ত নেবে না বা আমার মন্তব্যের ফলে জাতীয় দল গঠিত হবে না।’
আলফাজ আরও বলেন, ‘দেশের জন্য হয়তো আমি কিছু করতে পারিনি, তবে দেশের ভবিষ্যতের জন্য কিছু আশা করি। আমি দেশের ফুটবলকে ভালোবাসি এবং অন্যান্যদের মতো চাই, আমাদের দেশ সম্মান অর্জন করুক। ফাহমিদুল দেশের সম্মান এনে দিতে পারলে আমি তাকে সমর্থন করি। বর্তমানে এই ইস্যুতে আমি ও আমার পরিবার হুমকি পাচ্ছি। আমি অনুরোধ করি, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। যদি আমার মন্তব্যের কারণে কাউকে কষ্ট দেওয়া হয়ে থাকে, তাহলে আমি দুঃখিত।’
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta