ছেত্রী একজন বিশাল খেলোয়াড়, কিন্তু হামজা ইপিএল জয়ী ফুটবলার : জামাল
বাংলাদেশ ফুটবল দল ভারতকে শেষবার ২২ বছর আগে হারিয়েছিল। তারপর থেকে, দীর্ঘ ২২ বছর কেটে গেলেও লাল-সবুজ দলের ভারতীয় দলের বিরুদ্ধে আর কোনো জয় আসেনি। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শক্তির দিক থেকে ভারত বরাবরই উপরে থাকে। তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী।
ভারতীয় ফুটবল দলও জানে হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন। সেই কারণে ভারত তাদের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে এনেছে, যাতে দল আরও শক্তিশালী হয়। তাই হামজা ও ছেত্রীর মধ্যে তুলনা করা শুরু হয়েছে। তবে, এই তুলনায় জল ঢেলে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল ছেত্রীর চেয়ে হামজাকে কিছুটা এগিয়ে রাখলেন।
ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার দেশ ছাড়বে। এর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে হামজা এবং ছেত্রী নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাল বলেন, "হামজা ও ছেত্রীর মধ্যে আমি তুলনা করতে চাই না। ছেত্রী একজন বড় ফুটবলার, যিনি তার দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হামজা প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার।"
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ তাদের মাঠে খেলবে। সেই ম্যাচে হামজা দেশের হয়ে অভিষেক করবেন, যিনি বর্তমানে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড দলের সদস্য।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta