নেতাকর্মীদের ধীরে ধীরে খেতে বলার কারণ ব্যাখ্যা করলেন বিএনপি নেতা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আলম নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, স্বাস্থ্য ভালো রাখতে এবং দীর্ঘস্থায়ীভাবে রাজনীতিতে সফল হতে এই পরামর্শ দিয়েছিলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমি ১০ তারিখে আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন-মনপুরায় গিয়েছিলাম এবং সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। এরপর ১১ তারিখে মনপুরাতে একই অনুষ্ঠান করার জন্য যাই।’
তিনি আরও বলেন, ‘মনপুরা যাওয়ার সময় সকালে আমার বাসভবনে কিছু নেতাকর্মী আসে আমাকে সৌজন্য সাক্ষাৎ করতে। বাসার ড্রইংরুমে আমি তাদের সঙ্গে কিছু কথা বলেছিলাম, বিশেষ করে তাদের স্বাস্থ্য সম্পর্কে। আমি তাদের বলেছিলাম যেন তারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সব নেতাকর্মীদের বার্তা দেই যে, রাজনীতি ধীর-স্থিরভাবে করতে হবে।’
নাজিম উদ্দিন আলম বলেন, ‘রাজনীতিতে অস্থিরতার কোনো স্থান নেই। ধৈর্য ধারণ করতে হবে এবং স্বাস্থ্যেও খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম বেশি খাবেন না, কম খাবেন। এতে স্বাস্থ্য ভালো থাকবে। এই উদাহরণ দিয়ে বলেছি যে, রাজনীতি একটি ম্যারাথন রেসের মতো। এখানে আপনাকে ধীরে ধীরে এগোতে হবে, দ্রুত দৌড়লে আপনি মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘এভাবে আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছি যেন তারা অস্থির না হয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। অনেকেই হঠাৎ নেতা হতে চান, দ্রুত উপরে উঠতে চান, কিন্তু তাদের শেষটা ভালো হয় না। এজন্য আমি তাদের বলেছি, আস্তে আস্তে পদোন্নতি করুন, ধীরে ধীরে রাজনীতিতে এগিয়ে যান।’
নাজিম উদ্দিন আলম বলেন, ‘অনেকে আমার কাছে বড় পদ চায়, বলেন যে তারা অনেক কষ্ট করেছেন, কিন্তু আমি তাদের বলেছি, ধীরে ধীরে এগোলে রাজনীতিতে টেকসইভাবে সফল হওয়া যায়।’
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta