আকস্মিক ঝড়ে কলা চাষিদের ৪০ লাখ টাকার বেশি ক্ষতি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আকস্মিক ঝড়ে শতাধিক কৃষকের কলার বাগান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলা চাষিরা জানিয়েছেন, এতে তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রাম দিয়ে এই কালবৈশাখি ঝড় বয়ে যায়। মাত্র ২০ মিনিটে এই ঝড়ে উপজেলার অনেক কলা চাষির স্বপ্ন শেষ হয়ে যায়।
হাতিলেইট, বুড়ার বাজার এবং সন্তোষপুর এলাকাতে গিয়ে দেখা গেছে, প্রায় শতাধিক কলার বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই চম্পা কলার বাগান ছিল, যার অধিকাংশ গাছেই অপরিপক্ব কলার কাঁদি ছিল। ঝড়ে বাগান ধ্বংস হয়ে যাওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এই বছর ফুলবাড়িয়ায় ৮০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে ঝড়ের কারণে ৮ হেক্টর কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের মতে, প্রায় ১০-১২ হেক্টর কলা ক্ষেতের ক্ষতি হয়েছে।
হাতিলেইট গ্রামের কৃষক আলমগির হোসেন জানান, তিনি এ বছর এক হাজারের বেশি চিনি চাম্পা কলা গাছ রোপণ করেছেন, যার খরচ হয়েছে ৩ লাখ টাকারও বেশি। তিনি বলেন, “সম্প্রতি প্রতি কাঁদি কলা ৪০০ টাকায় বিক্রি করেছিলাম, কিন্তু ঝড়ে সব গাছ উপড়ে পড়ায় ব্যবসায়ী কলা নিতে অস্বীকার করেছেন। এতে আমার অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
একই এলাকার আরেক কলা চাষি আবুল কালাম মাস্টার বলেন, তিনি গত চৈত্র মাসে কলার চারা রোপণ করেছিলেন, কিন্তু ঝড়ে ৭ শতাধিক কলাগাছ ধ্বংস হয়ে গেছে।
কৃষক আ. রাজ্জাক ফকির বলেন, “প্রতি বছরই ঝড়ে ক্ষতি হয়, কিন্তু গতকাল রাতের ঝড়ে এমন ক্ষতি হবে, তা কল্পনাও করিনি। আমার ৫০০ অপরিপক্ব কলার কাঁদি পড়ে গেছে।”
কৃষক আনোয়ার হোসেন বলেন, “এ বছর ক্ষতি পূরণ করতে অনেক কষ্ট হবে। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করে, তবে আমরা আবার উঠে দাঁড়াতে পারব, অন্যথায় আমাদের মূলধন সংকটে পড়তে হবে।”
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ জানান, হঠাৎ ঝড়ে ৭ থেকে ৮ হেক্টর কলা বাগান নষ্ট হয়েছে, যার আনুমানিক আর্থিক ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা। তিনি ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta