রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা দেশে নিয়ে এসেছেন এক ব্যক্তি!
প্রবাসীদের রেমিট্যান্সে করমুক্ত সুবিধা ব্যবহার করে একজন ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "নাম এখন না বলাই ভালো। তবে যখন যথাযথ ব্যবস্থা নেয়া হবে, তখন আপনাদের সব তথ্য জানিয়ে দেয়া হবে। যখন দেখবেন এই ব্যক্তি সংবাদমাধ্যমে আসছে, তখন তার নামও আপনারা জানতে পারবেন।"
সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিসিএস কর ক্যাডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, রেমিট্যান্সের মাধ্যমে এক ব্যক্তির এতো বিপুল পরিমাণ অর্থ আনার বিষয়ে নিয়মের অবজ্ঞা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আইন করেছি যে, যারা বিদেশে পরিশ্রম করে টাকার উপার্জন করে এবং ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠায়, তাদের এই আয়কে ট্যাক্স ফ্রি রাখা হবে।"
তিনি আরও বলেন, "এটি করা হয়েছিল প্রবাসীদের উৎসাহিত করার জন্য, যাতে তারা তাদের আয়ের টাকা বাংলাদেশে ফরমাল চ্যানেলে পাঠায়। এতে আমাদের রিজার্ভে সাহায্য হবে। কিন্তু এখন দেখছি, অনেকেই আইন ভেঙে কর ফাঁকি দিচ্ছে।"
তিনি আরো বলেন, "শুনলে আপনি বিস্মিত হবেন, এমন একজন ট্যাক্সপেয়ার আছেন যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে এসেছেন, আর সেটা ট্যাক্স ফ্রি। এটি তাঁর ওয়েজ আর্নার্স, এবং এটি করমুক্ত।" তিনি বলেন, "এই ধরনের ঘটনা আমাদের অদৃষ্টহীনতা বা অনুধাবনের অভাবের কারণে হচ্ছে। হয়তো আমরা এগুলো দেখিনি বা বুঝিনি, বা দেখেও তাতে দৃষ্টি না দিয়েছি।"
বর্তমানে বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্সে করমুক্ত সুবিধা রয়েছে। এছাড়া রেমিট্যান্স পাঠানোর জন্য সরকার আড়াই শতাংশ নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে।
রার/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta