নাজিরপুরে জামায়াতের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরের দাখিল মাদরাসা চত্বরে রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর শাখার পক্ষ থেকে সাংবাদিক ও খ্যাতনামা ব্যক্তিদের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নাজিরপুর শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহফুজুর রহমান, সহ সভাপতি মো. জাহিদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta