জাবিতে শিবিরের ইফতার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাকার একটি অভিযানে গ্রেফতার হওয়া চট্টগ্রামের notorious সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, যিনি ছোট সাজ্জাদ নামে পরিচিত, তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত সিএমপি’র চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শনিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সিএমপি’র একটি টিমের অভিযানে। সাজ্জাদ বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘তাহসিন হত্যা মামলায় ছোট সাজ্জাদকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার জন্য চান্দগাঁও থানা পুলিশ আবেদন করে, তবে আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানিয়েছেন, ‘ঢাকায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি এবং অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।’
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘২০২৪ সালের ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় তাহসিনকে খুন করা হয়। সাজ্জাদ এই হত্যার প্রধান আসামি। আদালত তাকে রিমান্ডে পাঠানোর পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাহসিন হত্যাসহ চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এসব মামলায় পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।’
সাজ্জাদ হোসেন বা ছোট সাজ্জাদ চট্টগ্রামের অপরাধী জগতের এক অন্ধকার চরিত্র হিসেবে পরিচিত। মাত্র তিন মাসের ব্যবধানে সে তিনটি হত্যাকাণ্ড ও ১৫টি মামলার আসামি হয়ে উঠেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, এবং অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।
এ এলাকায় তার নেতৃত্বে থাকা বাহিনী জনসাধারণের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫ ডিসেম্বর তাকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যাতে চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। পরে সামাজিক মাধ্যমে বায়েজিদ থানার ওসিকে হত্যার হুমকিও দেন। চট্টগ্রাম মহানগর পুলিশ তার খোঁজে পুরস্কারের ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta