ছয় ঘণ্টা পর উদ্ধার করা হলো ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে
সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রোববার বিকেল সাড়ে তিনটার পরে তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী তাকে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গিয়ে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, সেনাবাহিনী অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে। পুলিশ এতে কোনো ভূমিকা রাখেনি, ঘটনাস্থলেও যায়নি। যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়ে ব্যবস্থা নেবে।
এর আগে, রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের কার্যালয়ে একদল লোক তাকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি কক্ষে আটকা ছিলেন। জানা গেছে, জুলাই মাসে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের এফ ব্লকে অবস্থিত। তার বাবা ডা. প্রাণ গোপাল দত্ত একসময় শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা এবং তৎকালীন বিএসএমএমইউ-র উপাচার্য ছিলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ‘প্রাণ গোপাল স্যারের মেয়ে এখানে কর্মরত। তাকে অবরুদ্ধ করা হয়েছে, আমরাও তার সঙ্গে আটকা আছি। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ে আমরাও বিপাকে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক জানিয়েছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় একাধিক মামলা হয়েছে। এসব মামলায় অনিন্দিতা দত্তও আসামি। সরকার পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আসেননি, তবে গত দুই দিন ধরে উপস্থিত হচ্ছিলেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta