ফিল্মি দৃশ্যে বাস থেকে ডাকাত দল গ্রেপ্তার, ভাইরাল ভিডিওর真实性 উন্মোচিত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতির সময় ডাকাত দলকে গ্রেপ্তার করছে হাইওয়ে পুলিশ, এমন দাবি করা হচ্ছে।
তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যনার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ভিডিওটি বাস্তব ঘটনার নয়।
আসলে, এটি হাইওয়ে পুলিশের একটি জনসচেতনতামূলক বা প্রচারণামূলক ভিডিও। এই ভিডিওটি ২০২৩ সালে হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল।
এছাড়া, ‘Ishat Vlogs’ নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ মে এবং ‘কনটেন্ট ইউজার 100k’ ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ আগস্ট একই ঘটনার দুটি ভিন্ন ভিডিও পাওয়া যায়।
ভিডিও দুটি দেখতে গিয়ে জানা যায়, যেখানে ডাকাত ধরার দৃশ্য দাবি করা হয়েছে, সেখানে তা শ্যুটিংয়ের অংশ বলে প্রতীয়মান হয়।
পরে, ‘HIGHWAY POLICE’ ফেসবুক পেজে ২০২৩ সালের ২০ আগস্ট একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে “হাইওয়ে পুলিশ কুইক রেসপন্সে মাত্র ১০ মিনিটে সর্বদা যে কোনো ঘটনাস্থলে পৌঁছে যায়” শীর্ষক ক্যাপশন রয়েছে।
ভিডিওটির একটি ফ্রেমের সাথে ওই ভাইরাল ভিডিওর ফ্রেমের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি প্রচারণামূলক ভিডিও ছিল।
অতএব, হাইওয়ে পুলিশের পুরোনো জনসচেতনতামূলক ভিডিওটি সম্প্রতি আসল ঘটনা বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta