দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সিলেট বিভাগে শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। রোববার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া, আগামী বুধবার থেকে দেশব্যাপী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta