শুভেচ্ছায় সিক্ত বিডি প্রতিদিন
দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করল দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর নবরাত্রী ও রাজদর্শন হলে শুভেচ্ছা বিনিময় এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম। এ ছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি তারকাবহুল হয়ে ওঠে। অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ অবস্থানের জন্যই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয় হয়েছে। বাংলাদেশ প্রতিদিন কখনো অন্যায়ের সাথে আপস করে না এবং সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে, এমনটাই আশা করছেন তারা। এ সময় কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ সম্পাদক কামাল মাহমুদ, শিমুল মাহমুদ, উপ-সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী দলসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, ব্যাংকগুলোর প্রতিনিধি, সারা দেশের এজেন্ট, হকারসহ সমাজের সর্বস্তরের মানুষ। উৎসবমুখর পরিবেশে গোটা এলাকা আনন্দে ভরে ওঠে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন অফিসে ফুল নিয়ে আসেন।
রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব : ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন, জাসাস নেতা-কবি এ বি এম সোহেল রশিদ, বেলাল হোসেন, বিশিষ্ট কবি-সাংবাদিক রেজাউদ্দিন স্টালিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের এবং নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন ও জয়নাল আবেদীন শিশির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. মো. নেয়ামুল বশির, বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস শুভেচ্ছা জানান।
ব্যবসা ও অর্থনীতি : বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলমগীর কবির, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম শাহিদ রেজা, জেসিএক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সহসভাপতি প্রীতি চক্রবর্তী, বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান, রিপনুল হাসান, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি আমিন হিলালী, সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার, সিআইপি বিআইপি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এস এম পবিত্র আল ইবাদত, বিকাশের জনসংযোগ বিভাগের সহকারী ম্যানেজার মো. সেজানুর রহমান, ইউনিলিভার জনসংযোগ ও প্রজেক্ট ম্যানেজার এসএম ফয়সাল, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আসাদুল্লাহিল গালিব শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মাহমুদুল হাসান চৌধুরী, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ডিং আশিফ হাসান, আমিন মোহাম্মদ ল্যান্ডসের উপব্যবস্থাপক পি আর সোয়েব আল হাসান, আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান গাজী আহমেদ উল্লাহ, প্রবাসী পল্লী গ্রুপের অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম (উপদেষ্টা), রানার গ্রুপের এ জি এম ওয়াহিদ মুরাদ, ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল হক, ভাইয়া গ্রুপের জেনারেল ম্যানেজার ফয়সাল আহমেদ, সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার ও পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া মোহসেনা হাসান, বিজ্ঞাপনী সংস্থা এড প্লাসের প্রোপ্রাইটর হারুনুর রশিদ, রংতুলি এডভার্টাইজিংয়ের প্রোপ্রাইটর ইঞ্জিনিয়ার জাকির হোসেন, এড বিলিভের ম্যানেজার মো. রফিকুর রহমান, উৎসব কমিউনিকেশন অ্যান্ড পিআরের প্রধান নির্বাহী খালেদ সাইফুল্লাহ মাহমুদ, গ্রামীণ ব্যাংক অফিসার্স ক্লাবের ফাউন্ডার মিডিয়া সেলের মিজানুর রহমান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নুর, এক্সিম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান সঞ্জীব চ্যাটার্জি, জনসংযোগ সাইফুল্লাহ্ আল-আমিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম শহীদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta