কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহত
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন মারা গেছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি চালকসহ তিন যাত্রী নিহত হন, আর একজন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের মতে, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এক যাত্রী আহত হন, যাকে পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে আহত ও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta