মার্ক কার্নি: কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার যে হুমকি দিয়েছিলেন, তা অস্বীকার করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন,
কানাডা কখনও যুক্তরাষ্ট্রের অংশ হবে না।
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
মার্ক কার্নি অটোয়ার রিডো হলে সমবেত জনতার কাছে বলেন, ‘আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হব না, কোনভাবেই না। আমরা একটি স্বতন্ত্র জাতি।’
ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের প্রাক্তন গভর্নর মার্ক কার্নি আরো বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সম্মান আশা করে’। তিনি বলেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘একসাথে কাজ করার’ পথ খুঁজে বের করবে।
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta