মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করবেন।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা চাই যুদ্ধটি শেষ করতে পারি কি না। হয়তো আমরা পারব, হয়তো পারব না। তবে আমার মনে হয় আমাদের ভালো সুযোগ রয়েছে।”
পূর্বে, ওয়াশিংটন রাশিয়া ও ইউক্রেনকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়। ইউক্রেন এটি মেনে নিলেও পুতিন এতে কিছু শর্ত যোগ করেন।
গত শুক্রবার ক্রেমলিন জানায়, পুতিন ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কিত একটি বার্তা পাঠিয়েছেন। দুই নেতার মধ্যে এই বিষয়ে টেলিফোনে আলোচনা হবে।
এরপর রবিবার ট্রাম্প জানান, তিনি মঙ্গলবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন।
ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমরা ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা করব। আমি মনে করি, এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে ইউক্রেন এবং রাশিয়া আলোচনা করেছে। আমরা কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি।” সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta