পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক
কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে অংশ নিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে ঐতিহাসিক ইফতারের আগে হাজার হাজার রোহিঙ্গার জমায়েতে যোগ দিতে আসা একজন সদস্য নিহত হন।
এতে আরও বলা হয়, সব প্রতিকূলতার মধ্যেও কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সকলকে দুঃখিত করেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
রোহিঙ্গা সদস্য নেয়ামত উল্লাহর মৃত্যু বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে ক্যাম্প কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হলে তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে ময়নাতদন্ত হবে।
ক্যাম্প কর্মকর্তারা আরও জানান, আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাকিদের অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা জানিয়েছে, তারা আশঙ্কামুক্ত।
এদিকে, শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রায় এক লাখ রোহিঙ্গা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ইফতার করেন বলে ধারণা করা হচ্ছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta