চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’ বাংলাদেশে আসতে চায়
বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করেছে চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট। তারা বাংলাদেশে কার্যক্রম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি উল্লেখ করেন, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক ইতিমধ্যে বাংলাদেশে এসেছে। সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক কোম্পানিগুলোর যাত্রা শুরু হলো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে। ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান আসবে।
তিনি আরও বলেন, ‘আজ আমরা চীনা প্রযুক্তি জায়ান্ট টেন্সেন্টের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছি। তারাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা দ্রুত নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছি।’
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক প্রতিষ্ঠান, যারা ইন্টারনেট-ভিত্তিক পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বিভিন্ন খাতে চীনসহ বৈশ্বিকভাবে কাজ করে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta