ম্যারাথনে মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করল রোবট
বিশ্বে প্রথমবারের মতো চীনে হাফ ম্যারাথনে মানুষের সাথে প্রতিযোগিতা করে দৌড়েছে রোবট। সম্প্রতি চীনের বেইজিংয়ে ২১ কিলোমিটার দীর্ঘ দৌড়ে হাজার হাজার দৌড়বিদের সাথে ২১টি হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করেছে।
এ ম্যারাথনে অংশ নেওয়া রোবটগুলির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চির মধ্যে। রোবটগুলোর অংশগ্রহণের শর্ত ছিল, এগুলো মানুষের মতো দেখতে হবে এবং হাঁটা বা দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে, এবং এতে কোনো চাকা থাকবে না।
ম্যারাথনে প্রথম স্থান অর্জনকারী রোবটটির নাম ‘তিয়ানগং আল্ট্রা’, যা দুই ঘণ্টা ৪০ মিনিটে দৌড়ের শেষ সীমা পার করেছে, যেখানে মানুষের বিজয়ী সময় ছিল এক ঘণ্টা দুই মিনিট।
‘তিয়ানগং আল্ট্রা’ রোবটটি তৈরি করেছেন ‘বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবোটিকস’-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা তাং জিয়ান। তিনি জানান, দীর্ঘ পা এবং সঠিক অ্যালগরিদমের কারণে রোবটটি মানুষের মতো ম্যারাথন দৌড় করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “আমি গর্বিত নই, তবে মনে হয় পশ্চিমের কোনো রোবোটিক্স কোম্পানি এই সাফল্যের সঙ্গে তুলনা করতে পারে না।” প্রতিযোগিতার সময় রোবটটির ব্যাটারি শুধুমাত্র তিনবার বদলাতে হয়েছে।
ম্যারাথনের সময় একটি রোবট শুরুতেই পড়ে যায়, কিছু সময় মাটিতে পড়ে থাকার পর আবার দৌড় শুরু করে। অন্য একটি রোবট রেলিংয়ে ধাক্কা খেয়ে এর মানব অপারেটরকে ফেলে দেয়। এসব রোবটের সাথে মানব প্রশিক্ষকরা ছিলেন এবং তারা দৌড়ের সময় রোবটগুলোর সহায়তা করেছেন।
কিছু রোবট দৌড়ের জুতো পরেছিল, আর এক রোবটকে বক্সিং গ্লাভস পরতে দেখা যায়। অন্যদিকে, এক রোবটের মাথায় লাল রঙের হেডব্যান্ড ছিল, যাতে চীনা ভাষায় “বাউন্ড টু উইন” লেখা ছিল।
চীনে অনেক রোবট কোম্পানি রয়েছে, যার মধ্যে কিছু কোম্পানি হিউম্যানয়েড রোবট তৈরি করে, আর কিছু কোম্পানি রোবোটিক কুকুর তৈরি করে। গত বছর চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’-কে প্রশিক্ষণ মহড়ার সময় রোবোডগ ব্যবহার করে তাদের পিঠ থেকে অস্ত্র ছুড়তে দেখা গিয়েছিল।
তথ্য সূত্র - রয়টার্স।
প্রকাশিত: | By Symul Kabir Pranta