ইরাকে কেন জড়ো হচ্ছে মার্কিন সেনারা?
মার্কিন বাহিনী সিরিয়ার মাটি থেকে ইরাকের আনবার প্রদেশের একটি বিমান ঘাঁটিতে সেনা, সামরিক সরঞ্জাম এবং লজিস্টিক পণ্য নিয়ে একাধিক ট্রাক কনভয় পাঠিয়েছে। সেখানে মার্কিন বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছেন।
একটি ইরাকি নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে আল-মালোমাহ সংবাদ সংস্থাকে জানিয়েছে, শনিবার ওই কনভয়টি ইরাকের সীমান্তে প্রবেশ করে। কনভয়টি বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে।
সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার এবং আইন আল-আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।
সূত্রটি আরও জানিয়েছে, মার্কিন সামরিক কনভয়ে সাঁজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা, ছোট ও হালকা অস্ত্রের সঙ্গে ভারী গোলাবারুদ ছিল।
তারা জানিয়েছে, মার্কিন সামরিক বিমানগুলো কনভয়গুলিকে পাহারা দিয়ে ইরাকে প্রবেশ করছিলো, এবং ওই কনভয়ের ওপর উড়তে দেখা গেছে।
এছাড়াও, আইন আল-আসাদ ঘাঁটির পথে এবং তার আশপাশের রাস্তাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব।
শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনী আগামী সপ্তাহে সিরিয়ায় মোতায়েন সেনার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনবে।
সূত্র: প্রেস টিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta