৭০ বছরে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার সবচেয়ে প্রবীণ নভোচারী
৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরে এলেন মার্কিন মহাকাশচারী ড্যান পেটিট, যিনি বর্তমানে আমেরিকার সবচেয়ে প্রবীণ সক্রিয় নভোচারী।
রুশ সহকর্মী আলেক্সেই ওভচিনিন এবং ইভান ভানিয়ারের সঙ্গে রবিবার ভোরে তিনি কাজাখস্তানের উন্মুক্ত স্টেপ অঞ্চলে প্যারাসুটের মাধ্যমে সফলভাবে অবতরণ করেন।
স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০১:২০) সয়ুজ এমএস-২৬ ক্যাপসুলটি অবতরণ করে। নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানো ২২০ দিনে তারা ৩,৫২০ বার পৃথিবী ঘুরেছেন।
ড্যান পেটিটের এটি ছিল মহাকাশে তার চতুর্থ যাত্রা। তার মোট মহাকাশ যাত্রার সময় ৫৯০ দিন, যা একজন নভোচারীর জন্য উল্লেখযোগ্য। তবে তার বয়স এখনও মহাকাশে যাওয়া সবচেয়ে প্রবীণ ব্যক্তির চেয়ে কম। সেই রেকর্ড রয়েছে জন গ্লেনের, যিনি ১৯৯৮ সালে ৭৭ বছর বয়সে নাসার মিশনে মহাকাশ ভ্রমণ করেছিলেন। জন গ্লেন ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
আইএসএস থেকে ফিরে ড্যান পেটিট এবং তার সহযাত্রীদের কিছু সময় পৃথিবীর অভিকর্ষে মানিয়ে নেওয়ার জন্য শারীরিক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। তারপর পেটিটকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টনে নিয়ে যাওয়া হবে, এবং রুশ নভোচারীরা মস্কোর কাছে জভিওজডনি গোরোদোতে তাদের প্রশিক্ষণ ঘাঁটিতে ফিরে যাবেন।
আইএসএস ত্যাগের আগে এই তিন নভোচারী জাপানি নভোচারী তাকুয়া ওনিশিকে স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দেন।
গত মাসে নাসার দুই নভোচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামসও নয় মাসের বেশি সময় পর আইএসএস থেকে ফিরে আসেন। তাদের মিশনটি মূলত আট দিনের হওয়ার কথা ছিল, তবে মহাকাশযানে কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ নয় মাস তারা সেখানে ছিলেন। তারা ২০২৪ সালের জুনে পৃথিবীতে যাত্রা শুরু করেন এবং ২০২৫ সালের ১৮ মার্চ ফিরে আসেন। সূত্র: বিবিসি
প্রকাশিত: | By Symul Kabir Pranta