বিকেলে ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল
টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে তারা বাংলাদেশ সফরে এসেছে। ক্রেগ আরভিনের নেতৃত্বে দলটি আগামীকাল বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা দেবে।
জিম্বাবুয়ের সফরসূচি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আরভিনদের বহনকারী ফ্লাইট। তারা ঢাকায় রাতযাপন শেষে পরদিন সকালে সিলেটের উদ্দেশে যাত্রা করবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ইতোমধ্যে প্রথম টেস্ট সামনে রেখে বাংলাদেশ দল সিলেটে প্রস্তুতি ক্যাম্প করছে। বিসিবি ইতিমধ্যে দলও ঘোষণা করেছে।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনে নতুন দল গঠন করেছে জিম্বাবুয়ে। সর্বশেষ টেস্টে বাংলাদেশর বিপক্ষে ইনিংস ও ১০৬ রানে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এসেছে আফ্রিকান দলটি।
বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ের স্কোয়াড:
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।
প্রকাশিত: | By Symul Kabir Pranta