মঙ্গলবার, ২৯রা এপ্রিল ২০২৫

বিকেলে ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল

বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল
বিকেলে ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল

টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে তারা বাংলাদেশ সফরে এসেছে। ক্রেগ আরভিনের নেতৃত্বে দলটি আগামীকাল বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা দেবে।

জিম্বাবুয়ের সফরসূচি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আরভিনদের বহনকারী ফ্লাইট। তারা ঢাকায় রাতযাপন শেষে পরদিন সকালে সিলেটের উদ্দেশে যাত্রা করবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ইতোমধ্যে প্রথম টেস্ট সামনে রেখে বাংলাদেশ দল সিলেটে প্রস্তুতি ক্যাম্প করছে। বিসিবি ইতিমধ্যে দলও ঘোষণা করেছে।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনে নতুন দল গঠন করেছে জিম্বাবুয়ে। সর্বশেষ টেস্টে বাংলাদেশর বিপক্ষে ইনিংস ও ১০৬ রানে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এসেছে আফ্রিকান দলটি।

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ের স্কোয়াড:

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 নন্দীগ্রামে অসুস্থ গরু জবাইয়ের image

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাইয়ের দায়ে জরিমানা করা হয়েছে

 বগুড়ার ধুনটে লোকালয়ে বিচরণ করছে image

বগুড়ার ধুনটে লোকালয়ে বিচরণ করছে দলছুট হনুমান

 নবায়নযোগ্য জ্বালানি ন্যায্য নগর image

নবায়নযোগ্য জ্বালানি ন্যায্য নগর নির্মাণে অবদান রাখবে

 নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা image

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে

 বজ্রপাতে কিশোরগঞ্জে নারীসহ image

বজ্রপাতে কিশোরগঞ্জে নারীসহ চারজনের প্রাণহানি

 ইটভাটায় কাঠ পোড়ানোর জন্য দুই লাখ image

ইটভাটায় কাঠ পোড়ানোর জন্য দুই লাখ টাকা জরিমানা

 মৌলভীবাজারে জাতীয় আইনি সহায়তা image

মৌলভীবাজারে জাতীয় আইনি সহায়তা দিবস উদযাপিত

 কালবৈশাখী ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা image

কালবৈশাখী ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

 নিরীহ ব্যক্তিকে মামলা দিয়ে image

নিরীহ ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করা উচিত নয়।

 কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে image

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য

 মিরপুর-১০ থেকে অবৈধ হকারদের উচ্ছেদ image

মিরপুর-১০ থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা হবে: ডিএনসিসি প্রশাসক

 পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা সভা image

পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা সভা অনুষ্ঠিত