বজ্রপাতে কিশোরগঞ্জে নারীসহ চারজনের প্রাণহানি
কিশোরগঞ্জে বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার অষ্টগ্রাম, মিঠামইন ও কটিয়াদী উপজেলার বিভিন্ন হাওরে এসব ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০) এবং খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪)। মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)। কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪৫)।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান। অন্যদিকে, স্বাধীন মিয়াও খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন।
মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, সোমবার সকালে রানীগঞ্জ গ্রামে নিজ বাড়ির পাশে ধানের কাজ করার সময় ফুলেছা বেগম বজ্রপাতে মারা যান।
কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরে মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব বাঁধিয়া বিলে মাছ ধরতে গেলে শাহজাহান মিয়া বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পরে তার মরদেহ উদ্ধার করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta