নন্দীগ্রামে অসুস্থ গরু জবাইয়ের দায়ে জরিমানা করা হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করার দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার দোহার গ্রামের ৬৫ বছর বয়সী আব্দুল কুদ্দুসকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের বিচারক রোহান সরকার দোহার গ্রামে আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালান।
অভিযানকালে তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় এবং ভেটেরিনারি সার্জন মো. রাশেদুল ইসলাম। পরে অসুস্থ গরু জবাইয়ের প্রমাণ মেলায় আব্দুল কুদ্দুসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জবাই করা গরুর ৮০ কেজি মাংস জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, আব্দুল কুদ্দুস অসুস্থ গরু জবাই করে মাংস প্যাকেটজাত করছিলেন বিক্রির উদ্দেশ্যে। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুসারে অভিযান পরিচালনা করে তাকে জরিমানা করা হয়েছে এবং ৮০ কেজি মাংস জব্দ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta