কালবৈশাখী ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও
রংপুরের কাউনিয়া উপজেলার কালবৈশাখী ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।
সোমবার সকালে উপজেলার শহীদবাগ ও সারাই ইউনিয়নে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় তালিকা তৈরি করে সহায়তার ব্যবস্থা করার কথা জানান তিনি। এর আগে, শনিবার ও রোববার, শহীদবাগ, সারাই এবং হারাগাছ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় চলা কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি, হাজারো গাছপালা ভেঙে পড়েছে।
ঝড়ের সময় বৈদ্যুতিক তারে গাছপালা পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া, উঠতি ফসল ইরি-বোরো ধান, ভুট্টা, বাদাম, মরিচ, কুমড়া, পাট, শষা, পটল, করলা এবং শাকসবজি ক্ষেতেও ক্ষতি হয়েছে। কলা বাগানও ভেঙে পড়ে এবং আম ও লিচুর গুটি বাতাসে ঝড়ে পড়েছে।
সংবাদ পাওয়ার পর সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান।
তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষতির মাত্রা সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সমস্যাগুলি শোনেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলার সব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানান। তালিকা সম্পন্ন করে তা যাচাই করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta