রেকর্ড ২০ বার ঘরোয়া লিগ জিতে ম্যানইউকে ছাড়িয়ে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে শুধু এক পয়েন্ট প্রয়োজন ছিল, সেই এক ড্রই যথেষ্ট ছিল। কিন্তু যে দলটি পুরো মৌসুম জুড়ে দাপট দেখিয়েছে, তারা এক পয়েন্ট নয়, পাঁচ গোলে জিতে ট্রফি জিতল। এবং লিভারপুল তাদের ২০ তম ঘরোয়া লিগ শিরোপা জয় করল।
রবিবার (২৭ এপ্রিল) টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে পরাজিত করে লিভারপুল। এর মাধ্যমে তারা ২০ বার ঘরোয়া লিগ শিরোপা জয়ের রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান হয়ে গেল।
লিভারপুল ৩০ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। তবে করোনার কারণে সেই সময় সমর্থকরা মাঠে গিয়ে ট্রফির উৎসব দেখেনি। এবারের শিরোপা জয়ের আনন্দ ছিল আরও বেশি। আগের দিন আর্সেনাল ড্র করার পরই উৎসব শুরু হয়, যা রবিবার পূর্ণতা পায়।
রবিবার সকালে লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামের চারপাশে উৎসবের পরিবেশ তৈরি হয়। সমর্থকরা মিছিল করে এসেছিলেন এবং পুরো এলাকায় ‘২০’ লেখা গ্রাফিতি আঁকা শুরু হয়ে যায়।
ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগে থেকেই অ্যানফিল্ড চত্বরে জমেছিল হাজার হাজার সমর্থক। লিভারপুলের কোচ আর্নে স্লটকে স্বাগত জানাতে তারা তৈরি ছিলেন। আতশবাজি উড়তে শুরু করেছিল, সমর্থকরা প্রতীকী ট্রফি হাতে উৎসব করছিলেন, আর আকাশ ধোঁয়ায় ভরে গিয়েছিল।
১৯৮৯-৯০ সালে শেষবার ইপিএল জয়ের পর ৩০ বছর লিভারপুল ঘরোয়া লিগ শিরোপা জেতেনি। ফলে অনেক সমর্থক ছিলেন যারা তাদের প্রিয় ক্লাবকে ঘরোয়া লিগ শিরোপা জয় করতে দেখে নি। তাদের মধ্যে তরুণ প্রজন্মের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি।
অনেকেই মনে করেন লিভারপুলের সাফল্যের পেছনে প্রাক্তন কোচ জার্গেন ক্লপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৫ সালে তার অধীনে লিভারপুলের মানসিকতা বদলে গিয়েছিল। এবার লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয় করেছে, যদিও অতীতে ৯২ এবং ৯৭ পয়েন্ট নিয়েও তারা ম্যানচেস্টার সিটির পেছনে শেষ করেছিল। তবে ক্লপের তৈরি করা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে স্লট সফলতা অর্জন করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta