পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা সভা অনুষ্ঠিত
পলাশবাড়ী পৌর জামায়াতের পক্ষ থেকে অগ্রণী সদস্যদের নিয়ে একটি শিক্ষা সভা আয়োজন করা হয়।
সোমবার সকালে স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে সাদ্দাম সরকারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইয়াহিয়া সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারী সেনা সদস্য (অব.) আইনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
এসময় পলাশবাড়ী উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta