ইটভাটায় কাঠ পোড়ানোর জন্য দুই লাখ টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটি উপজেলার একটি ইটভাটায় কাঠ পোড়ানোর জন্য মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সুবিদপুর ইউনিয়নের শুকতারা ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে কাঠ পোড়ানোর অভিযোগে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা আদায় করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পৌরসভার গৌরপাশা এলাকার আদেল মাঝির ছেলে লিটন মাঝিকে গাঁজা বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta