সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চেয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মহাসড়কের দশ মাদানীনগর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ ঈদের আগে ছুটি দিয়ে বলেছিল বেতন ও বোনাস ঈদের পর দেওয়া হবে। কিন্তু ছুটি শেষে কাজে ফিরলে দেখা যায়, কারখানায় তালা ঝুলছে। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, মালিকপক্ষ রাতের আঁধারে সব মালপত্র সরিয়ে পালিয়ে গেছে। জানা গেছে, ঐ গার্মেন্টসে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন।
তিন থেকে চার মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, শ্রমিকদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তাদের মোবাইল বন্ধ। কেউ অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
প্রকাশিত: | By Symul Kabir Pranta