দেশে প্রথমবারের মতো জুমার নামাজের জন্য নতুন নির্দেশনা, কারণ জানানো হলো
ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের সব মসজিদে একযোগভাবে জুমার নামাজের জন্য একই সময় নির্ধারণের নির্দেশনা দিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম সই করা একটি চিঠিতে এই নির্দেশনা ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় দিন, যা সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন হিসেবে গণ্য হয়।
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যখন জুমার দিনের নামাজের জন্য ডাক দেওয়া হয়, তখন আল্লাহর স্মরণে অংশগ্রহণ করো। এবং বেচাকেনা থেকে বিরত থাকো, এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো, যদি তোমরা বুঝতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা হলো পরস্পরের সাথে সাক্ষাৎ এবং সাপ্তাহিক ঈদের মতো দিন।
এই দিনটির বিশেষ মর্যাদা ও তাৎপর্য রয়েছে, কারণ এ দিনে নির্দিষ্ট সময়ে বরকত এবং কল্যাণের বিশেষ সুবিধা থাকে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কোথাও ১টা, কোথাও দেড়টা, আবার কোথাও ১টা ৫০ মিনিটে জুমা শুরু হয়। সময়ের এই ভিন্নতার কারণে মুসল্লিরা, বিশেষ করে যাত্রীরা, বিভ্রান্তি ও সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা সমাধানে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে সব মসজিদে একই সময়ে, অর্থাৎ দুপুর দেড়টায় জুমার নামাজের জন্য আহ্বান জানিয়েছে।
চিঠিতে ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের তাদের আওতাধীন সব মসজিদে একই সময়ে, দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta