গাজা সংহতি মিছিল ঘিরে মাওলানা সাইফুল্লাহর আবেগময় স্ট্যাটাস
গাজা সংহতি কর্মসূচিতে পরিবারসহ অংশ নেওয়ার অভিজ্ঞতা আবেগঘনভাবে তুলে ধরেছেন দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, এই কর্মসূচি ছিল শুধু প্রতিবাদ জানানোর একটি উপায় নয়, বরং এটি একটি প্রজন্মের মাঝে ন্যায়ের বোধ জাগ্রত করার এক অসাধারণ মুহূর্ত।
শনিবার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভব প্রকাশ করেন।
সাইফুল্লাহ লেখেন, ‘বাড়ি ফিরে শুনলাম, আমার তিন মেয়ে তাদের মায়ের সঙ্গে পতাকা হাতে মিছিলে গিয়েছিল। ফিরে এসে তারা গভীর আবেগ নিয়ে বলল, কীভাবে তারা মানুষের উদ্দীপ্ত প্রতিক্রিয়া ও ভালোবাসার সাড়া দেখেছে।’
তিনি জানান, রোদে হেঁটে যাওয়া, আয়োজনে খরচ—সব মিলিয়ে এটি ছিল কষ্টকর। তবে যখন স্ত্রীর মোবাইলে মেয়েদের স্লোগানের ভিডিও দেখলাম— ‘ফিলিস্তিন জিন্দাবাদ, হাইফা-ইলাত নিপাত যাক’— তখন সমস্ত কষ্ট যেন এক গর্বের অনুভূতিতে পরিণত হলো।
তিনি লেখেন, ‘আজকের কর্মসূচির প্রকৃত সফলতা ছিল শিশুদের মনে ন্যায়ের প্রতি ভালোবাসা তৈরি এবং একটি সম্মিলিত মানসিকতার বীজ বপন করা। এই কোমল প্রাণগুলো থেকেই তো আগামী দিনের বিবেক গড়ে উঠবে।’
তার এই আবেগঘন স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তাতে একমত হয়েছেন। তাদের বিশ্বাস, আগামী প্রজন্মকে মানবতা, ন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থানের চিন্তাধারায় গড়ে তুলতে এ ধরনের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta