বরিশালে ডেঙ্গুতে দুইজনের প্রাণহানি
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) একই দিনে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ও বরগুনা জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু ঘটে। মৃতদের একজন হলেন বরগুনা সদরের বাসিন্দা মফিজুল ইসলামের স্ত্রী কামরুন নাহার (৪০) এবং অপরজন লাকুরতলা গ্রামের গীতা রাণী (৩৫)।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দফতরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গুতে দুজন মারা গেছেন। এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
এই সময়ের মধ্যে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন, আর এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, এখন শুষ্ক মৌসুম চলছে, তাই এডিস মশার বিস্তার তুলনামূলকভাবে কম। সে জন্য ডেঙ্গু সংক্রমণের হারও কম। তবে হঠাৎ করেই বরগুনায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু উদ্বেগজনক। বিষয়টি স্থানীয়ভাবে খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৭৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এ সময় ৬৪ জনের মৃত্যু হয়। গত বছর জুন থেকে আগস্টের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর হার ছিল সর্বোচ্চ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta