৬০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রেমিককে নিয়ে পালালেন প্রবাসীর স্ত্রী
টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার একমাত্র সন্তানসহ আব্দুল কাদের নামে এক যুবকের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছে পরিবার।
এ ঘটনায় স্বামী টুটুল মিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। কিন্তু ২৮ দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টুটুল মিয়া জানান, প্রায় এক দশক আগে মির্জাপুর উপজেলার মহদীনগরের ছানোয়ার হোসেনের মেয়ে সালমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি বিদেশ থেকে স্ত্রীর নামে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ৬০ লাখ টাকা পাঠান এবং প্রচুর স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিসপত্রও বাড়িতে পাঠান। এই সুযোগে সালমা আক্তার নরদানা গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল কাদেরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।
টাকা ও সম্পদ দিয়ে কাদেরের বাড়িতে পাকাঘর নির্মাণসহ বরাঢী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে দেন সালমা। পরে ৫ বছরের ছেলে সালমানকে নিয়ে ১৮ মার্চ তিনি প্রেমিক কাদেরের সঙ্গে পালিয়ে যান।
স্ত্রী ও সন্তান হারিয়ে এবং জমানো অর্থ হারিয়ে দিশেহারা টুটুল এখন মানবেতর জীবনযাপন করছেন। তিনি স্ত্রীর ও সন্তানের সন্ধান এবং প্রেমিক কাদেরের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
মামলার বাদী টুটুলের বোন তাসলিমা আক্তার বলেন, ভাই বিদেশে থাকায় আমি মামলা দায়ের করেছি। সালমা আক্তার প্রায় ৬০ লাখ টাকা এবং ভাইয়ের ছোট সন্তানকে নিয়ে প্রেমিক কাদেরের সঙ্গে পালিয়েছেন।
পালিয়ে যাওয়া সালমা আক্তার ও আব্দুল কাদেরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের নম্বর বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানিয়েছেন, প্রযুক্তির সহায়তায় তাদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta