নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর সাত বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পাবনা সীমান্তের কাছাকাছি একটি ভুট্টা খেতে মরদেহটি পাওয়া যায়। শিশুটির নাম জুঁই, সে মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) বিকেল থেকে জুঁই নিখোঁজ ছিল। পরদিন সকালে চাটমোহর উপজেলার সীমান্তবর্তী ভুট্টা খেতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম থানার অধীনে হলেও মরদেহটি উদ্ধার করা হয়েছে সীমান্তের কাছে একটি স্থান থেকে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় অনেকের ধারণা শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এখনও হত্যার সঠিক কারণ সম্পর্কে কিছু জানায়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta