আজহারীর সানগ্লাস বিতর্কে পিনাকীর প্রতিক্রিয়া
১২ এপ্রিল ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’—ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুষ্ঠিত একটি বিশাল সমাবেশ। গরমের মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইসলামী স্কলার এবং সাধারণ জনগণ এতে অংশ নেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সমাবেশে তার চোখে পরা কালো সানগ্লাস—বিশেষত Ray-Ban (রেব্যান)-এর মতো দেখতে সানগ্লাস—নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও বিতর্ক শুরু হয়।
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে মন্তব্য করেন—“মার্চ ফর গাজার আয়োজকদের সানগ্লাস দেখে আমি ব্যথিত হয়েছি।” তার দাবি ছিল, রেব্যানের মালিক প্রতিষ্ঠান Luxottica ইসরায়েলে বিনিয়োগ করে, যা অনেক সংগঠনকে রেব্যান বর্জনের জন্য উদ্বুদ্ধ করেছে।
এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও বার্তায় সায়েরের সমালোচনা করেন। তিনি বলেন, “আজহারী হুজুর একটি সানগ্লাস পরেছেন, এটা দেখে ভালোই লাগছে মাশাআল্লাহ। কচুখেতে ওটা আবিষ্কার হয়নি!”
পিনাকি আরো বলেন, রেব্যান কোনো ইসরায়েলি প্রতিষ্ঠান নয়। এটি ১৯৩৭ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় ‘Bausch & Lomb’ কোম্পানির মাধ্যমে। ১৯৯৯ সালে রেব্যানকে কিনে নেয় ইতালির Luxottica Group, যা বর্তমানে ব্র্যান্ডটির মালিক।
তিনি যোগ করেন, “বয়কট মানে আবেগে নয়, পরিকল্পিতভাবে প্রতিরোধ গড়ে তোলা। যারা তথ্য না জেনে আজহারীকে কিংবা আমাকে ট্রল করে—তারা আসলে ফিলিস্তিনের বন্ধু নয়, বরং ইসরায়েলের সহায়ক শক্তি।”
পিনাকি তার ভিডিওতে আরও বলেন, আজহারীসহ তরুণ ও মেধাবী ইসলামিক স্কলারদের প্রতি তথাকথিত ‘এলিট শ্রেণির’ বিরূপ মনোভাব রয়েছে। “তারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, আর এখন আবার পিছে লাগে,”—এমন মন্তব্য করেন তিনি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta