ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় আশুলিয়ায় প্রেস কনফারেন্স
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং গ্রামের "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসল্লিদের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আশুলিয়ায় একটি সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় জমঈয়ত ক্যাম্পাসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মাঠে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী।
তিনি জানান, ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাঘাচং এলাকায় "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" কিছু সন্ত্রাসী ভেঙে ফেলে এবং মসজিদ নির্মাণের জন্য জমা করা মালামাল লুট করে এবং কিছু পানিতে ফেলে দেয়। এরপর তারা মুসল্লিদের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাংলাদেশের একটি বড় সংগঠন, যেখানে প্রায় ৪ কোটি আহলে হাদীস সদস্য রয়েছে।
তিনি আরও জানান, অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি, তবে কিছু উগ্র ব্যক্তির উসকানির কারণে এই হামলা হয় এবং মসজিদটি ধ্বংস করে মুসল্লিদের ওপর আক্রমণ চালানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈষম্যবিরোধী অবস্থায় রয়েছে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তবে প্রশ্ন ছিল, কেন একটি সহিহভাবে নামাজ পড়ার জন্য নির্মিত মসজিদ ধ্বংস করতে হবে?
তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনকে অনুরোধ করে বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করা এবং মসজিদটির ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া, প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো এলাকায় ধর্মীয় বিষয় নিয়ে সন্ত্রাসী কার্যক্রম হওয়া উচিত নয়।
তিনি বলেন, সারা বাংলাদেশের চার কোটি আহলে হাদীস সদস্যদের হৃদয়ে মসজিদ ভাঙার ঘটনায় রক্তক্ষরণ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, মসজিদ ভাঙার মতো কোনো কাজ মুসলমানদের দ্বারা করা উচিত নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মহাসচিব শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসল্লিদের ওপর হামলা ঘটে। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta