পিঁপড়ের দখলে মানুষের ক্ষমতা, বিজ্ঞানীদের এমন দাবি কেন!
পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীটির মধ্যে একটি হলো পিঁপড়ে। তবে, এই ক্ষুদ্র প্রাণীর এমন এক ক্ষমতা রয়েছে যা মানুষের কাছেই সীমাবদ্ধ।
সম্প্রতি সায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে পিঁপড়ের বিশেষ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি বলা হয়, যদি ঘরের ভিতর ঘোরাফেরা করা পিঁপড়েরা হঠাৎ আহত হয়, তাহলে তারা কি মারা যায়? উত্তর হলো- না।
পিঁপড়েরা সাধারণত পায়ে আঘাত পায়। আঘাত পেলে পিঁপড়া খোঁড়াতে থাকে, তখন অন্য পিঁপড়েরা এসে তাকে উদ্ধার করে এবং তাকে তাদের 'হাসপাতালে' নিয়ে গিয়ে তার চিকিৎসা করা হয়। কিছুদিন পর, আহত পিঁপড়া আবার কাজে ফিরতে পারে।
মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণী নিজেদের হাসপাতাল তৈরি করে না, তবে পিঁপড়েরা তাদের নিজেদের ঘরে এমন একটি ব্যবস্থা করেছে। এখানে আহত পিঁপড়েদের চিকিৎসা করা হয় এবং মরে না গেলে তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়।
গবেষণায় জানা গেছে, পিঁপড়েরা তাদের হাসপাতাল থেকে ৯০ থেকে ৯৫ শতাংশ আহত পিঁপড়েকে সুস্থ করে তোলে। এর মানে, তাদের চিকিৎসা পরিষেবা অত্যন্ত উন্নত। তারা ধীরে ধীরে তাদের আহত সঙ্গীদের সুস্থ করে তোলে।
যেভাবে মানুষ আহত হলে চিকিৎসা পায় এবং সুস্থ হয়, ঠিক তেমনি পিঁপড়েরা তাদের আহত সঙ্গীকে সেবা করে এবং সুস্থ করে তোলে। পায়ের আঘাত এমন একটি বিষয়, যেখানে পুরোপুরি সুস্থ হতে সময় লাগে, তবে পিঁপড়েরা এই পরিস্থিতিতে মানুষের মতোই চিকিৎসা করে সঙ্গীকে সুস্থ করে তোলে।
পিঁপড়েদের পায়ের চিকিৎসার ক্ষমতা দেখে সবাই বিস্মিত। গবেষকরা জানিয়েছেন, মানুষের মতো এমনভাবে চিকিৎসা করার ক্ষমতা একমাত্র পিঁপড়ের আছে। তাদের হাসপাতাল, মানুষের হাসপাতাল থেকে কোনো অংশে কম নয়।
তথ্য সূত্র- আর্থডটকম।
প্রকাশিত: | By Symul Kabir Pranta